দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জসিম উদ্দিন, কলমাকান্দা, নেত্রকোনা জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মূল শুমারি উপল‌ক্ষে কলমাকান্দা উপজেলার সুপারভাইজার‌ গণনাকারীদদের ৪ দিন ব‌্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা প্রকল্প ২০২১ এর আয়োজনে সারা দেশের ন্যায় উপজেলার ৭ নং কৈলাটি ইউনিয়নে সিধলী মিতালী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনু‌ষ্ঠিত এ প্রশিক্ষণ গত ৪ জুন সকাল ৯ ঘটিকায় শুরু হয়ে ৭ জুন বিকেলে শেষ হয়। কৈলাটি ইউনিয়নে প্রশিক্ষক হি‌সে‌বে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুর মামুূদ এবং আইটি সুপারভাইজার পুলক চন্দ্র পাল । কৈলাটি ইউনিয়নে প্রথমধাপে ৮ জন সুপারভাইজার, ৪৬ জন গণনাকারী এ প্রশিক্ষণ গ্রহণ করে এবং কর্মশালা শেষে প্রত্যেক গণনাকারীকে ৪ দিন প্রশিক্ষণ বাবদ ১৬০০ করে টাকা প্রদান করেন। এর প্রতিপাদ্য বিষয় হলো জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। উ‌ল্লেখ‌্য, বি‌শ্বের ম‌ধ্যে এবারই প্রথম ডি‌জিটাল পদ্ধ‌তি‌তে জনশুমারি ও গৃহগণনা হ‌তে যা‌চ্ছে। আগামী ১৫ জুন থে‌কে ২১ জুন পর্যন্ত এক‌যো‌গে দেশব‌্যাপী এই শুমারি চল‌বে। এটি বাংলাদেশের ৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা (বর্তমানে জনশুমারি ও গৃহগণনা)। এর আগে ২০১১ সালের মার্চে দেশের পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। পঞ্চম আদমশুমারিতে দেশের জনসংখ্যা পাওয়া যায় ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। তখন জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version