ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ওরফে লাভু কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১০ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-২ শাখা বিভাগের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন। প্রজ্ঞাপন আদেশে বলা হয়েছে, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত জি.আর মামলা নং -০৯ / ১৬ ( ধারা ১৪৩ / ৩২৩ / ৩২৪ / ৩২৫ / ৩২৬ / ৩০৭ / ৩৭৯/১০৯ ) চাষীট গৃহীত হওয়ায় স্থানীয় সরকার ( পৌরসভা ) আইন , ২০০৯ এর ৩১ ( ১ ) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বলেন,এটি ২০১৫ সালের একটি মামলা। এতদিন কিছুই হলো না হঠাৎ কিভাবে হলো সেটা আমার জানা নেই। আমার বিরুদ্ধে নির্বাচনী প্রতিপক্ষ ষড়যন্ত্র করে সাময়িক বরখাস্ত করাতে পারে । পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, কি কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সেটা আমার ভালো জানা নেই। তবে পুরানো একটি মামলা ছিলো যার জন্য হয়তোবা বহিষ্কার করা হতে পারে। সোমবার বিকেলে পৌরসভায় একটি প্রজ্ঞাপনের চিঠি এসেছে।