কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ম্যাগজিন ও ট্রিগার সংযুক্ত দেশীয় পিস্তল ও ১৩০ বোতল ভারতীয় মদসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব ১৪। এ ঘটনায় র্যাবের উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে রবিবার (৫ জুন) দুপুরে কলমাকান্দা থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলার রেকর্ড অনুযায়ী জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য দ্ইু লক্ষ সাত হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার শিবরামপুর গ্রামের আকিক মিয়ার ছেলে হুমায়ুন (৪০) ও একই গ্রামের মো. রইছ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০)।
রবিবার (৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে কলমাকান্দার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের জনৈক মো. শামসুল হকের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের দুজনকে গ্রেফতার করে র্যাব।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন র্যাব কর্তৃক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে ভারতীয় মদ চোরাচালনের মাধ্যমে আনয়ন ও বিক্রির উদ্দেশ্যে নিজ দখলে রাখা ও সহায়তা করার অপরাধ আনা হয়েছে। অস্ত্র আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় গ্রেফাতারকৃত দুজনকে রিমান্ড আবেদনসহ আজ (রবিবার) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।