মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক মো. আরিফ রব্বানি ইস্তিকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৪ মে) গভীর রাতে পাঁচবিবি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, গত ৫ ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর আরিফ রব্বানী ইস্তির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছিল। হত্যা মামলা দায়ের হওয়ার পরও আরিফ রব্বানী ইস্তি আত্মগোপনে ছিলেন।
বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের গোহাটা এলাকায় তার কার্যালয় থেকে গ্রেপ্তার করে।
পাঁচবিবি থানার ওসি ময়নুল হোসেন জানান, আরিফ রব্বানীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে।