স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে মনজু মিয়া (২৭) নামে একজন নিহত ও একই ঘটনায় ফজলু আখন্দ নামে আরেকজন আহত হয়েছেন। তারা দুজনই মৎস্যজীবি। আহত ফজলু আখন্দ বর্তমানে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসকাধীন আছেন। তবে তার অবস্থা আশঙ্কাজন স্থানীয়ভাবে জানা গেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম নিহত মনজু মিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
রবিবার (৫ জুন) ভোরের দিকে উপজেলার পোগলা ইউনিয়নে মনকান্দিয়া গ্রামে মুহালইয়া বিলে বজ্রপাতে ঘটনা ঘটে। নিহত মনজু মিয়া আলী উসমানের ছেলে ও আহত ফজলু আখন্দের বাবা হলেন মৃত কালাচাঁন। তারা দুজনের একই ইউনিয়নের মনকান্দিয়া গ্রামের বাসিন্দা।
পোগলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, নিহত ও আহত দুজনই পেশায় মৎস্যজীবি। রাতে মুহালইয়া বিলে মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন। ভোরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলে মনজু মিয়া মারা যান। ফজলু মিয়াকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে তিনি জানান।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।