পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: আজ শনিবার ফেনী আসছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর’র নতুন দায়িত্ব প্রাপ্ত মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এই তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর’র নতুন দায়িত্ব প্রাপ্ত মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন মহোদয়ের আগমন উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় নতুন ডিজি মহোদয় ফেনী এলে তাকে ফেনী ফায়ার সার্ভিস’র পক্ষ থেকে অর্ভ্যথনা জানানো হবে। এরপর ফায়ার সার্ভিস’র সার্বিক কার্যক্রম নিয়ে অফিস প্রাঙ্গণে একটি দরবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নতুন ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন মহোদয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে পরিবেশ ক্লাব বাংলাদেশ ফেনী জেলা শাখা ও লাল সুবজ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান তিনি। উল্লেখ্য, নোয়াখালির এই কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন গত বুধবার (২৫ মে) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর’র নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের স্থলাভিষিক্ত হলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর প্রোগ্রাম শেষে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জন্মস্থান নোয়াখালি যাবেন বলে জানা যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালকের পরিচয়: ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ১৯৭১ সালের ১০ মার্চ নোয়াখালী জেলায় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন কুমিল্লা ক্যাডেট কলেজে। ১৯৯০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারী কোরে তিনি কমিশন লাভ করেন। আর্টিলারী ইউনিটে দায়িত্ব পালনের পাশাপাশি একটি পদাতিক ব্রিগেডের তৃতীয় গ্রেডের স্টাফ অফিসার (অপারেশন), বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স (ট্যাকটিকস উইং)-এর বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং সশস্ত্র বাহিনী বিভাগের দ্বিতীয় গ্রেডের স্টাফ অফিসার (ফরেন অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২ বছরের বেশি সময় একটি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী কমান্ড করেছেন এবং সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশন্স পরিদপ্তরের প্রথম গ্রেডের স্টাফ অফিসার (জয়েন্ট অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, টাম্পা, ফ্লোরিডাতে কাজ করেছেন এবং মার্কিন সামরিক বাহিনীর বীরত্বপূর্ণ পুরস্কার ‘জয়েন্ট সার্ভিসেস কমেন্ডেশন মেডেল’ লাভ করেন। সেখান থেকে দেশে ফিরে আর্মি ট্রেনিং এবং ডকট্রিন কমান্ডে, ফরমেশন ট্রেনিং ইভালুয়েটর এবং ডকট্রিন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেনারেল মো. মাইন উদ্দিন একটি আর্টিলারী ব্রিগেড কমান্ড করেছেন এবং স্বর্ণ দ্বীপের টাস্কফোর্স কমান্ডার ছিলেন। তিনি ডিজিএফআইয়ের ঢাকা ডিটাচমেন্টের, ডিটাচমেন্ট কমান্ডার এবং সেনাসদর দপ্তরের মিলিটারি ট্রেনিং ডিরেক্টরেটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।