পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে বাজার করে বাড়ীতে ফেরার পথে প্রবাসী মো. জসিম উদ্দিন(৫৫)নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনার তিনমাস পর পরশুরাম থানার পুলিশ বৃহস্পতিবার রাতে চারজনকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে জসিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। ঘটনার তিনমাস পর জেলার ছাগলনাইয়া থেকে পরশুরাম থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত চারজনকে আদালতে সপোর্দ করেছেন। গ্রেফতারকৃতরা হলেন শিশির কুমার দে (২০) সে বক্সমাহমুদ এলাকার উত্তর তালবাড়ীয় গ্রামের নুপুর কান্তির ছেলে। মো ইব্রাহিম(২২) সে একই ইউনিয়নের চারিগ্রাম এলাকার মো. আবুল কাশেমের ছেলে। মো. আরমান হোসেন (২৭) সে একই এলাকার মো. এমরান হোসেনের ছেলে। মো. রাকিবুল ইসলাম (২৬) সে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। ১০মার্চ রাতে বাজার করে বাড়ীতে ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের দক্ষিণ পাশে মো. জসিম উদ্দিনকে রাস্তার উপর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরদিনে নিহতের ছেলে একরাম হোসেন সোহেল পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত মো. জসিম উদ্দিন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের পূর্ব সাতকুচিয়া গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওমানে চাকুরী করে দেশে ফিরে বাড়ীতে নিজের জমিতে চাষাবাদের কাজ করতেন। পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান টাকা ও মোবাইল ফোন ছিণতাইয়ের জন্য বৃদ্ধ জসিম উদ্দিনকে হত্যা করেছে। গ্রেফতাকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment