স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ১২ হাজার ৯৫৩ পিস ভারতীয় জনসন বেবি সোপ (সাবান) জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত পণ্যগুলোর সিজার মূল্য ১০ লক্ষ ৩৬ হাজার ২৪০ টাকা। ভারতীয় জনসন ব্যান্ডের সাবানগুলো নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২ জুন) রাত পৌনে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন মোহনপুর বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। ৩১ বিজিবি’র অধিনায়কের নেতৃত্বে ওই বিওপির ১২ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালীন সময়ে গত বুধবার দিবাগত সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ১১৮৮/৬-এস হতে আনুমানিক পনেরশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগরের কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১২ হাজার ৯৫৩ পিস ভারতীয় জনসন বেবি সোপ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র এই আভিযানিক টহল দলটি।