স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ডায়েরিতে স্বামীর নির্যাতনের বিবরণ লিখে বিষপানে সুমা আক্তার (২৪) নামে গৃহবধূ আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
সুমা আক্তার বারহাট্টা সিকেপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ও বৃকালিকা এলাকার বাসিন্দা আ. লতিফের মেয়ে।
বুধবার (১ মে) সকালে সুমার বাবা আ. লতিফ বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলায় সুমার স্বামী রসুলপুর গ্রামের সাইদুর রহমান, শ্বশুড় আবদুর রহমান ও শাশুড়ি নুরেজা আক্তারকে (ছোটন) আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্যাতন, যৌতুক দাবি ও আত্মহত্যার প্ররোচণার অভিযোগ আনা হয়েছে।
বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য- গত রোববার (২৯ মে) সন্ধ্যায় বিষপানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমা আক্তার। পরদির কোতোয়ালী থানা পুলিশের মাধ্যমে সুমার ময়নাতদন্ত সম্পন্ন হয়ে সন্ধ্যায় বাবার বাড়ি বৃকালিকাতে দাফন সম্পন্ন হয়। এরআগে ২২ পৃষ্ঠার ডায়েরিতে স্বামী ও শ্বাশুড়ির নির্মম অত্যাচার, যৌতুকের জন্য নির্যাতন, পরকীয়া সংক্রান্ত ঘটনাসহ শ্বশুর বাড়ির নানা অত্যচারের ঘটনা নিজ হাতে লিখে যান সুমা।
চার-পাঁচ বছর আগে সুমার বিয়ে হয় বারহাট্টা সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে। তার স্বামীর নাম সাইদুর রহমান। তাদের তিন বছর ও দুই বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।