পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক হাসপাতাল ফার্মেসীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফেনী উপশম হাসপাতালের ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।
ভোক্তা অধিকার সূত্র জানান, ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত উপশম হাসপাতালের ফার্মেসীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। যার কারনে উক্ত ফার্মেসীকে ৫০০০ টাকা জরিমানা আরোপ করে ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনী।
অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্ত ও শহর পুলিশে ফাড়ির একটি টিম।