পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানীকে ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার ৩১ মে পরশুরাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সৈয়দা শমসাদ বেগম।
অভিযানেে নোংরা পরিবেশে খাবার তৈরীর অপরাধে পরশুরামের উত্তর বাজারে অবস্থিত চিটাগাং হোটেলের মালিক মো. ইউসুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পরশুরাম উত্তর বাজারের মেইন রোডে অবস্থিত মজুমদার পোল্ট্রি ফার্মে অপরিষ্কার পরিবেশ থাকায় দোকানী আবদুর রহিমকে ৫শ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরশুরাম উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) সৈয়দা শমসাদ বেগম জানান অভিযানে বিভিন্ন অপরাধে দুই দোকানীকে ২হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি দোকানের মালিক কে সতর্ক করে দেয়া হয়েছে।
ভ্রম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সৈয়দা শমসাদ বেগম।
অভিযানে পরশুরাম মডেল থানা পুলিশসহ বিজিবি ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।