তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের ভি- এইড রোডের জিইউকে মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মে) সকালে নাঈম রহমান নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নাঈম গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নায়িম রহমানকে গত এপ্রিল মাসের ২৮ তারিখে জিইউকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করান তার পরিবার। চিকিৎসাধীন অবস্থায় আজ মাদক নিরাময় কেন্দ্রের ভিতর গলায় গামছা পেছিয়ে তিনি আত্মহত্যা করেছেন এমন খবরের ভিত্তিতে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাঈমের মৃত্যুর সঠিক কারন উদঘটনে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে।