কুষ্টিয়া প্রতিনিধি-
কুষ্টিয়া কুমারখালী সদকী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সচ্ছতা ও জবাবদিহিত নিশ্চিত করার কুমারখালীর ৪ নং সদকী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা উপলক্ষে ২৮ মে পরিষদের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন প্রমুখ।
এসময় ৪ নং সদকী ইউনিয়ন পরিষদের ২০২২ – ২০২৩ অর্থবছরের ৯৫ লক্ষ ৪২ হাজার টাকা বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব সুকুমার বিশ্বাস।