বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী সুলতানা চৌধুরী।
তিনি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের অধীনে তিনি পর্তুগালের আলগ্রাব বিশ্ববিদ্যালয় ও স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পাবেন।
স্কলারশিপ প্রাপ্তির অনুভূতি নিয়ে সুলতানা বলেন,”আমি অত্যন্ত আনন্দিত। এটা এক বাক্যে আমার অনুভুতি। কিন্তু আমি জানি এই আনন্দটুকু পেতে কতটা যন্ত্রনার পথ অতিক্রম করতে হয়েছে, কত রাত না ঘুমিয়ে নিরবে কাঁদতে হয়েছে।তারপরও আমি আশাহত হইনি। আমি এখন বিশ্বাস করি চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে। ”
তিনি আরও বলেন,”আমি কৃতজ্ঞ সবার প্রতি, যারা আমার এই একার সংগ্রামে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।”
উল্লেখ্য,১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্ববধানে শুরু হয় ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ। এই স্কলারশিপে কমপক্ষে ২ টি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এখানে প্রায় ১২০-এর অধিক সাবজেক্ট বা কোর্স রয়েছে। এই প্রোগ্রাম কাজের অভিজ্ঞতা, গবেষণাপত্র, কো-কারিকুলাম এক্টিভিটি থেকে শুরু করে সকল বিষয়েই গুরুত্ব দেওয়া হয়।