বাবুল হোসেনঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের” প্রজ্ঞাপনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদীর নির্দেশনায় সোমবার ৩০ মে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ক্লিনিক গুলোতে সিলগালা করা হয়। ক্লিনিক গুলো হলো উপজেলার রতনপুর বাজারের আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার, দমদমার টিএমএসএস স্বাস্থ্য কেন্দ্র, নাকুড়গাছীর মেরি স্টোপস ও একটি ফার্মেসি।
অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ডিজিজ কন্ট্রোল ডাঃ হুসনেয়ারা পারভীন। এসময় উপস্থিত অত্র হাসপাতাল পরিসংখ্যানিদ হরিষ চন্দ্র পিকে, হাসপাতাল ইনচার্জ প্রবীর কুমার কবির, স্বাস্থ্য পরিদর্শক হাফিজুর রহমান প্রমূখ।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী বলেন,উপজেলায় অনিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।