স্টাফ রিপোর্টার : ফুফাতো বোনকে (১৬) বিয়ের প্রলোভনে ধর্ষণ মামাতো ভাই মো. শফিকুল ইসলামের (২৩) বিরুদ্ধে এমন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ধর্ষিতার বাবা বাদী হয়ে নেত্রকোনার কলমাকান্দা থানায় দায়ের করেন। সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।
একই দিনে ভিকটিমকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার শেষে ২২ ধারার জবানবন্দির জন্য এবং অভিযুক্ত শফিকুলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা।
অভিযুক্ত মামাতো ভাই মো. শফিকুল ইসলাম কলমাকান্দার রংছাতী ইউনিয়নের ওমরগাঁও গ্রামের মৃত কালাম মিয়া ও ফিরুজা আক্তারের ছেলে।
জানান যায়, ভিকটিম (১৬) কলমাকান্দা উপজেলা শহরে একটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শফিকুল সম্পর্কে ভিকটিমের মামাতো ভাই। চলতি মাসের গত ১২ মে ভিকটিম তার মামার বাড়িতে বেড়াতে যান। মামাতো বোনের সাথে ভিকটিম বসত ঘরের একটি কক্ষে রাতে ঘুমান। প্রকৃতির ডাকে ঘরের বাহিরে আসলে শফিকুল ইসলাম ভিকটিমকে পেছন দিক থেকে মুখ চেপে ধরেন। ফুসলিয়ে বিয়ের প্রলোভনে ফুফাতা বোনকে ধর্ষণ করে শফিকুল। এসময় ঘরে আসতে দেরি দেখে ভিকটিমের মামাতো বোন খোঁজাখুজির একপর্যায়ে বসতঘরে পেছনে ঘটনাটি দেখতে পান। অভিযুক্ত শফিকুল ইসলাম তার বোনসহ ভিকটিমকে মেরে ফেলার ভয়ভীতি দেখান ঘটনাটি কাউকে না বলার জন্য।
পরে ভিকটিম মামাতো ভাইকে বিয়ের জন্য চাপ দিলে কালক্ষেপন করতে থাকেন ও একপর্যায়ে বিয়ে করবে না বলে জানিয়ে দেন শফিকুল। পরে ভিকটিম ও তার মামাতো বোন তারা দুজনে ভিকটিমের মাকে বিষয়টি জানায়। এমন অভিযোগ তুলে মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।