দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টাঙ্গাইল প্রতিনিধিঃ- টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. রোকনুরজ্জামান খান এর যৌথ অভিযানে ৩ টি ক্লিনিক সিলগালা ও ১২ হাজার টাকা জরিমানা।

২৯ মে রবিবার দুপুরে নাগরপুর সদর বাজারে মামুদনগর ডায়ানস্টিক সেন্টার-২, আব্দুল্লাহ ডেন্টাল কেয়ার ও সহবতপুর বাজারে হাজী আলী আকবর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

এছাড়াও তাদের ক্লিনিক কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার যে সকল ক্লিনিকের কাগজপত্র হাল নাগাদ করা নেই তাদের ১ মাসের মধ্যে কাগজপত্র হালনাগাদ করে দেখানোর মৌখিক সতর্ক করেন।

এ খবর গোটা উপজেলায় ছড়িয়ে পড়লে অনেক ডায়াগনস্টিক ক্লিনিক মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মী, স্বাস্থ্য দপ্তরের কর্মী, নাগরপুর থানা পুলিশের সদস্য ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর আইন অনুযায়ী ক্লিনিক মালিকদের জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, যাদের কাগজপত্র হালনাগাদ করেনি তাদেরকে মৌখিক ভাবে ১ মাসের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version