মোঃ বাবুল হোসেনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১১টায় পাঁচবিবি উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে পাঁচমাথা শাপলা চত্ত¡রে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র ষোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, মহিপুর কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।