মোঃ বাবুল হোসেনঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গুচ্ছ গ্রামে আগুন লেগে ১০ টি বাড়ি পুঁড়ে ছাই হয়ে গেছে। ২৯ শে মে রবিবার সকাল ৯ টার দিকে বিদ্যুতের শর্ট শার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, সকালে গুচ্চগ্রামে হঠাৎ আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শওকত জোর্দ্দারে নেতৃত্বে পাঁচবিবি ও পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দল ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় ঐ ১০ পরিবারের বাড়ীর সমস্ত আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বিদ্যুতিক শর্ট শার্কিটেই আগুনের সুত্রপাত বলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শওকত জোর্দ্দার।