দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তাসলিমুল হাসান সিয়াম গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পৌর শহরের কলেজপাড়ায় অচেনা এক হিংস্র প্রাণির আক্রমণে অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া পাশ্ববর্তী আদর্শ পাড়ায় আহত হয়েছেন আরো ১১ জন পথচারী। আহতদের মধ্য আরশাদ মিয়াকে (৬৫) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ মে) সকালে এই ঘটনা ঘটে। এঘটনায় আশে পাশের ১০ গ্রামের সকল বয়সের নারী পুরুষের মধ্য চরম আতঙ্ক বিরাজ করছে। তবে আহতরা বলছেন, কুকুরের মতো দেখতে লাল ও সাদা রঙের মিশ্রণে ধারালো দাঁতের ছোটখাট গড়নের প্রাণীটি ভীষণ হিংস্র। এটিকে একটি কুকুর হিসেবেই প্রাথমিকভাবে চিহ্নিত করেছেন আহতদের কেউ কেউ। আহতরা হলেন- পৌর শহরের কলেজপাড়ার বাসিন্দা মো. আরশাদ মিয়া, গাইবান্ধা সরকারি কলেজের নৈশ্যপ্রহরী অসীম কুমার সরকার শংকর, মৎস্যজীবী (জেলে) নেপাল দাস, রিকসাচালক ঝন্টু, কলেজপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ মাস্টার এবং ঝালাইকর ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকসহ দুজন পথচারী। এছাড়া আদর্শ পাড়া এলাকার আহতদের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা হাবিবুজ্জামান রঞ্জু বলেন, সকালে বাড়ির সামনে লোকজনের হট্টোগোল শুনে বেরিয়ে এসে হিংস্র প্রাণীর আক্রমণে পাড়ার ৯জন আহত হওয়ার খবর জানতে পারি। আহতদের মধ্যে প্রতিবেশী মো. আরশাদ মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। এ ঘটনায় আশে পাশের দশ গ্রামের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রাণিটির আক্রমণের শিকার গাইবান্ধা সরকারি কলেজের নৈশ্যপ্রহরী অসীম কুমার সরকার শংকর বলেন, সকালে হাঁটার জন্য বাড়ী থেকে বের হলে, পাড়ার একটি রাস্তায় প্রাণিটির আক্রমণের শিকার হন তিনি। তবে প্রাণিটি একটি ‘পাগলা কুকুর’ বলে জানান তিনি। গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রানী বর্মণ জানান, শুক্রবার সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত শতাধিক ব্যক্তিকে জলাতঙ্কের ইনজেকশনসহ প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তারা। এদের মধ্যে পৌর এলাকার কলেজপাড়া ও আর্দশপাড়া এলাকার বাসিন্দা রয়েছেন অন্তত চল্লিশজন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version