কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়াতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করে ভোক্তাদের মাঝে সরবরাহের দায়ে, শহরের এনএস রোড একতারা মোড়ে অবস্থিত নান্না বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযান পরিচালিত হয়েছে। এতে দশ হাজার টাকা জরিমানা আদায় ও ভবিষ্যতের জন্য কড়া সতর্ক বার্তা করা হয়েছে ওই প্রতিষ্ঠানকে। ২৫ মে বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে নান্না বিরিয়ানি হাউজের রান্না ঘর পরিদর্শনকালে নিন্মমানের পঁচা বাসী ও দুর্গন্ধযুক্ত খাবার ফ্রিজে রাখায় এবং সে সকল খাবার সাধারণ ভোক্তাদের মাঝে পরিবেশন করার অপরাধে এই জরিমানা করা হয়েছে। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, জন সাধারণের সার্থে আমাদের অভিযান অব্যহত থাকবে। যদি এমন কাজ আবারো কেউ করে, তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার অফিস সহকারী মাহবুব শাহরিয়া’সহ কুষ্টিয়া জেলা পুলিশের প্রতিনিধি দল।