তানভীর আহমেদঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮শে মে) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত সুুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (বিপিএম) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক ও অসহায় পরিবারের ৭৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডা. আয়েশা আরওয়া (MO), MBBS, BCS (Health), ডা. শাফিকুল ইসলাম (RMO), MBBS, BCS (Health), সুুনামগঞ্জ পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিজানুর হাসান, সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ পাপন মিঞা, তুষার দাস প্রমুখ।
‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাজিম উদ্দিন এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগীতায় করেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ।