তাসলিমুল হাসান সিয়াম গাইবান্ধা প্রতিনিধি: বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে এই শ্লোগান কে সামনে রেখে পল্লী বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ দারিয়াপুর অঞ্চল’র আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২৫ মে বুধবার বিকাল ৫ টায় দারিয়াপুর চৌমাথায় পল্লী বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ এর আহবায়ক ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, সাবেক পরিচালক জাহাঙ্গীর কবির মন্ডল, সারথি থিয়েটার সাংগঠনিক সম্পাদক লক্ষন রায়, সিপিবি দারিয়াপুর অঞ্চল সাধারণ সম্পাদক এমদাদুল হক, সভাপতি জাহাঙ্গীর মাষ্টার, সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও দারিয়াপুর ব্যাবসায়ী বৃন্দ।
বিক্ষোভ সমাবেশে পল্লী বিদ্যুৎতের অসহনীয় লোডশেডিং বন্ধ, দারিয়াপুর বন্দরসহ গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকায় আলাদা সঞ্চালন লাইন স্থাপন করে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা এবং গ্রাহক হয়রানিসহ সকল অনিয়ম বন্ধের দাবীতে পল্লী বিদ্যুৎ সমিতি কে হুশিয়ারী দেয়া হয়। এরপরও যদি কোনরকম অনিয়ম লোডশেডিং বন্ধ না হয় তাহলে
সবাই কে সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।