মো. মাসুম বিল্লাহ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় নানাবিধ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১২৩ তম নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন বুধবার (২৫ মে) ক্যাম্পাস প্রাঙ্গনের নজরুল ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এসময় কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমতিরি সভাপতি প্রফেসর ড. মো. সুজন আলী, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ও প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী জোবায়ের হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ নেতা-কর্মীরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দিসটি উপলক্ষ্যে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ‘বাংলাদেশের ৫০ বছর এবং নজরুল’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসাইন আল মামুনের সভাপতিত্বে সেমিনারে ‘ একুশ শতকে নজরুলের গান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, Nazrul’s poetry on European colonial Resistance; A literary Anthropological Interpretation শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল।
এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খসরু। মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। সবশেষে সংগীত, নৃত্য নাটক ও প্রামাণ্যচিত্র প্রদশর্নীর মধ্যদিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। সভায় মাননীয় উপাচার্য নজরুলের ১২৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।