তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত ৬শত হজযাত্রীর অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
২৫ মে বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),গাইবান্ধা মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন হিসাব রক্ষন অফিসার মোঃ গোলাম মর্তুজা, ফিল্ড সুপার ভাইজার মোঃ হোসেন আলী,মাষ্টার ট্রেইনার মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, গোলাম মতুর্জা প্রমুখ।