দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে দিনদুপুরে একদিনে তিন বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো শহরের বাসা-বাড়ির মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (২৫ মে) বিকলে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরমধ্যে একটি বাসা থানা সংলগ্ন।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ থেকে ১টার মধ্যে পৌরশহরের থানা সংলগ্ন শফিকুল ইসলামের বাসার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পাশের বাসার লোকজন টের পেয়ে যাওয়ায় কিছু না নিয়েই চোর পালিয়ে যায়। একই সময় মাইলোড়া এলাকার শিক্ষক বদরুল ইসলামের তিন তলায় বাসা থেকে তালা ভেঙে এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এছাড়া মহিলা কলেজ সংলগ্ন নূরুজ্জামানের বাসার তালা ভেঙ্গে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।

পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মানিক তালুকদার জানান, মোহনগঞ্জে সম্প্রতি চুরি বেড়ে গেছে। আগে রাতে কারো বাসা খালি হলেই চুরি যেত। এখন দিনেদুপুরে চুরি হচ্ছে। কিছুক্ষণের জন্য বাসা খালি রেখে কোথাও গেলেই চুরি হচ্ছে। সবগুলো চুরির ঘটনা একই সময়ে হয়েছে। এতে মনে হচ্ছে একটি চক্র এ কাজ করছে। পুলিশের আরও তৎপর ভুমিকা রাখা প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।

পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে শহরজুড়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version