স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় ‘জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সবার আগে প্রয়োজন উত্তরাধিকার সহ সম্পদ ও সম্পত্তিতে সমঅধিকার’ এই বিষয়ে স্কুল কেবিনেট পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা এ প্রতিযোগিতাটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাশ রুমে আরম্ভ হয়। দুই ঘন্টাব্যাপী ওই বিষয়ের ওপর উভয় পক্ষ তর্ক বিতর্কে অংশগ্রহণ করেন।
এতে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণি ‘বিপক্ষে’ ও নবম শ্রেণি ছাত্রীরা ‘পক্ষে’ অবস্থান নেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ‘পক্ষ দল’কে পুরস্কিত করা হয় এবং শ্রেষ্ঠ বক্তা হন ওই দলের নবম শ্রেণির ছাত্রী তিথি দাশ।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ‘এ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইম্যান এন্ড মারজিনালাইজড পীপস (আওয়ান)’ প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল। সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন আবু আব্বাছ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নাজমুল কবির সরকার। বিচারক ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক ফারজানা আক্তার ও নার্গিস ফাতেমা এবং উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর হায়দার ফকির, বাংলাদেশ নারী প্রগতি সংঘের জেলার কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তীসহ আরো অনেকে। পরিকল্পনায় ও সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন বিএনপিএস এর উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ।