পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূল নীতি এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৪ মে) বিকালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পরশুরাম উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ফেনীর পরশুরাম শেখ কামাল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক খায়রুল বশর মজুমদার তপন।
উক্ত সম্মলনের উদ্বোধন করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহমেদ তপু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবনের সভাপতিত্বে ও পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।
সম্মলনের দ্বিতীয় অধিবেশনে আব্দুল আহাদ চৌধুরীকে সভাপতি ও রকিবুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহমেদ তপু।
সভাপতি আবদুল আহাদ চৌধুরী সুবার বাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সভাপতি, মির্জানগর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক কমিটি সদস্য ছিলেন।
সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল পরশুরাম পাইলট স্কুল ছাত্র লীগের সাবেক সভাপতি, কলেজ ছাত্র লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ, ছাত্রলীগ সূত্র জানায় সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি হয়েছিল ২০১৬ সালের ৩০ জুলাই। তখন জমির উদ্দিন ভাবনকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়।