পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলনে কাঙ্ক্ষিত পদ না পেয়ে হামলা ও গাড়ী ভাংচুর মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন আসিফকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ মে) জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা কারাগারে পাঠানোর এই আদেশ দেন বলে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী আরিফুল ইসলাম।
জানা গেছে গত ৩০ মার্চ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদকের পদ না পেয়ে ক্ষিপ্ত হয়ে সম্মেলন শেষে অতিথিদের বহনকারী গাড়িটি ভাঙচুর করেছে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন আসিফের নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন গাড়ীর চালক আলমগীর হোসেন। মামলার ১নং আসামী আসিফ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলো। সে কাঙ্খিত পদ না পেয়ে গাড়ি ভাংচুর চালায়। এই ঘটনায় আরাফাত হোসেন আসিফকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/১০ জনের নামে গাড়ী ভাংচুর ও বিষ্ফোরক আইনে মামলা দায়ের করে। পরে মামলার ১নং আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে আদালতের আদেশের আলোকে সোমবার ফেনীর নিম্ন আদালতে হাজির হলে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা আসামী আরাফাত হোসেন আসিফ ও সজলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফেনীর কোর্ট ইন্সপেক্টর মো. গোলাম জিলানী আদালতের আদেশে দুই আসামীকে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য এর আগেও ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন আসিফ অস্ত্র মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অবৈধ মাটিকাটাসহ একাধিক মামলা রয়েছে।