দেশে ফিরলেন নিজাম উদ্দিন হাজারী; বরণ করতে বিমানবন্দর জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।
পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: স্বপরিবারে সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি। সোমবার ২৩ মে ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির দেশে আগমনের খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে ফুল দিয়ে বরণ করেন ফেনী জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ, ফেনী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আলাউদ্দিন, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।