টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার বিভিন্ন হাটবাজারে উঠেতে শুরু করেছে কচি তালের বিচি।
তীব্র তাপদাহে কচি তালের বিচি বা সাশ, শতাব্দী ধরে বাঙালির জনপ্রিয় একটি ফল হিসেবে স্থান করে নিয়েছে।
পুষ্টিগুন সমৃদ্ধ এ ফলের চাহিদা শহর ও গ্রামের সকল শ্রেণির মানুষের মধ্যে রয়েছে।
১ টি তালে ১-৩ টি বিচি থাকে, প্রতিটি বিচি ৫-৮ টাকা দরে বিক্রি করছে বিক্রেতারা।
তবে যোগান বাড়ার সাথে সাথে দাম কমতে শুরু করবে বলে জানান, নাগরপুর উপজেলার তালের বিচি বিক্রেতাগণ।
বাংলা সংস্কৃতির বাহক হিসেবে তালের জুরি মেলা ভার। এছাড়াও তাল গাছ বজ্রপাতের আঘাত থেকে রক্ষায় বিশেষ অবদান রাখে।