ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের আসাদুজ্জামান নুর সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের একই বর্ষের গুলহার মাসুদ রানা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জাকারিয়া রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন।
১৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি নাজির হোসেন ও ওয়াহিদা খানম আশা, যুগ্ম সাধারণ সম্পাদক চপল কান্তি রায় ও সূবর্ণা ইয়াসমিন মিথিলা, সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন অপু ও আবু সাঈদ, প্রচার সম্পাদক আজাহারুল ইসলাম ও বায়েজিদ বোস্তামী বাধন।
দপ্তর সম্পাদক খাইরুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক শাকিল আকরাম শুভ, কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ সুজন, তৌহিদুল ইসলাম তুহিন, আবু জাফর ও আমজাদ হোসেন।