পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
পরশুরামে উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।
উপজেলা ছাত্রলীগের সম্মেলনের সফলতা কামনা করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রোববার দুপুরে পরশুরাম বাজারে মিছিল করেছে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন, আহ্বাবায়ক কমিটির সদস্য আবদুল আহাদ চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক জিএম সোহেল, কলেজে ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন চৌধুরী শাহিন, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলসহ প্রমুখ।
মিছিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। আগামী মঙ্গলবার পরশুরাম উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।