পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী শহরের আলীমুদ্দিন সড়কের একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আনিসুর বাগেরহাটের মোড়লগঞ্জের মৃত লতিফ মুন্সির ছেলে। শনিবার রাত এগারোটার দিকে ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডের আলিমুদ্দীন রোডের নয়ন টাওয়ারের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর নয়ন টাওয়ার কেয়ারটেকার বলে জানা যায়। বাড়ির নীচতলার কেয়ারটেকারের কক্ষে তিনি থাকতেন বলে ওই টাওয়ারের বাসীন্দারা জানান। সেই কক্ষেই তিনি রান্না বান্নার কাজ করতেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।