মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) | (১৫ মে ) রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে গাবতলীর সর্ধনকুটি বটতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গাবতলী উপজেকার চকডহর এলাকার মনছের আলীর ছেলে জিয়াউর রহমান(৩২) এবং জামিরবাড়িয়া এলাকার মাহমুদ আলীর ছেলে রঞ্জু মিয়া(৩৫)। এদের মধ্যে জিয়াউরের নামে এর আগে একটি মাদক মামলা রয়েছে। সোমবার দুপুরে ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও জানান, মাদক মুক্ত করার লক্ষে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে৷