আরিফুর রহমান, ঝালকাঠি। ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাইকেল ও মোটরসাইকেল রাখার জায়গা ছিলোনা। যেকোনো সময় চুরি হওয়ার আতঙ্কে থাকতো তারা।অবশেষে আর তাদের সাইকেল বা মোটরসাইকেল রেখে আতঙ্কে থাকতে হবে না। কলেজের সাইকেল গ্যারেজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ চত্বরে সংস্কারকৃত সাইকেল গ্যারেজ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। এসময় উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী সহ কলেজের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অধ্যক্ষ ইউনুস আলী সিদ্দিকী বলেন, কলেজটির আমির হোসেন আমু এমপি মহোদয়ের কারণে ব্যাপক উন্নয়ন হয়েছে। কলেজে অনেক শিক্ষার্থী সাইকেল নিয়ে আসে তারা বিভিন্ন জায়গায় রাখতো। সেখান থেকে চুরি হওয়ার আশঙ্কা থাকতো কিন্তু এখন থেকে সবাই গ্যারেজে সাইকেল রাখলে তা নিরাপদে থাকবে। এমপি মহোদয় যতদিন আছেন কলেজের উন্নয়ন অব্যাহত থাকবে। কলেজের যেকোনো সমস্যা এমপি মহোদয় সমাধান করে দিবেন।