পরশুরামে নবাগত নির্বাহী অফিসার সৈয়দা শামসাদ বেগম পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে সৈয়দা শামসাদ বেগম যোগদান করেছেন।বৃহস্পতিবার ১২মে সকালে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দত্ত’র স্থলাভিষিক্ত হলেন সৈয়দা শমসাদ বেগম। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ৯মাস দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শামসাদ বেগম জানান তাঁর বাড়ী কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। সে ৩৩তম বিসিএসে ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত তার স্বামী পুলিশের হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত রয়েছেন। তার একটি কন্য সন্তানও রয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শামসাদ বেগম দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। সৈয়দা শামসাদ বেগম ইউএনও হিসাবে যোগদানের পর উপজেলা আওয়ামীলীগ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত পদোন্নতি পেয়ে চট্রগ্রামে যোগদান করেছেন। মানবিক ইউএনও হিসাবে পরিচিত প্রিয়াংকা দত্ত অত্যন্ত সুনামের সাথে পরশুরাম উপজেলায় কর্মরত ছিলেন। তিনি করোনার মহাসংকটকালীন সময়ে পরশুরাম বাসীকে সুরক্ষিত রাখতে নিরলস পরিশ্রম করে জনগনকে সচেতন করে গেছেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment