তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় অবৈধভাবে প্রায় ৭০০ লিটার সয়াবিন তেল গুদামজাত করার দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে গাইবান্ধা শহরের পুরাতন বাজারে র্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।এ সময় খুচরা মূল্য ১৬৮ টাকা দরে প্রায় ৭০০ লিটার সয়াবিন তেল গুদামজাত করার প্রমাণ পায় তারা। এ অভিযানে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও প্রতিষ্ঠানগুলোকে পূর্বের দরে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাজারে অভিযান পরিচালনা করা হয়। ডিসপ্লেতে প্রদর্শন না করে মজুত করা অবস্থায় প্রায় ৭০০ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এসময় মেসার্স সমর সাহাকে ৫০ হাজার টাকা, মেসার্স শুভ স্টোরকে ৩০ হাজার টাকা, মেসার্স দুর্গা ভান্ডার ১০ হাজার টাকা, মেসার্স দীপ ভান্ডার ১০ হাজার টাকা ও মেসার্স মায়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment