স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে কলেজছাত্রীকে ইভটিজিং ও নিপিড়নের মামলার প্রধান অভিযুক্ত তমাল ওরফে তৌহিদুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের রাউতপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তমাল পৌরশহরের রাউতপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, তমাল এলাকার এজন চিহ্নিত বখাটে। তার নামে চুরির মামলা রয়েছে। এছাড়া মাদকসেবী ও বিক্রেতাদেও সাথে তার চলাফেরা। এলকায় উছৃঙ্খলতা ও ইভটিজিং কওে বেড়ায়।
গত ৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় পৌরশহরের পুকুরিয়া এলাকায় এক কলেজছাত্রীকে ইভটিজিং ও নিপিড়নের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ করায় ইভটিজিংকারীরা তাদেও সহযোগীদেও নিয়ে ওই ছাত্রীর বাড়ি ঘওে হামলা চালায়। এসময় রামদা দিয়ে কুপিয়ে কয়েকজনকে আহত কওে ও বাড়ি ঘর ভাঙচুর করে। এ ঘটনায় এদিন রাতে দশ জনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা করা হয়। এতে ঘটনাস্থল থেকে গোলাম মোর্শেদ সুজাত নামে এক যুবককে স্থানীয়রা আটক কওে পুলিশে সোপর্দ করে। পওে অভিযান চালিয়ে গোবিন্দ সরকার নামে অপর একজনকে গ্রেপ্তার কওে আদালতে পাঠায় পুলিশ।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত কওে বলেন, সকালে তমালকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিরা হাইকোর্ট থেকে জামিনে আছেন।