মোঃ বাবুল হোসেনঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ যাদুঘর ও সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে পাঁচবিবি পৌর জাদুঘর ঘর ও সংগ্রহশালার শুভ উদ্বোধন অনুষ্ঠানে পৌর প্রশাসক ও প্রবীন আ.লীগ নেতা আব্দুল কাদের ব্যাপারীর সভাপতিত্বে পৌর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঁইয়া, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, পৌর সচিব ধীমান চন্দ্র রায়, সিনিয়র সার্কেল অফিসার ইশতীয়াক আলম, জেলা আ.লীগের সহ-সভাপতি ও পিপি এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল, সম্পাদক জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, মুক্তিযুদ্ধের গবেষক ও প্রবীন সাংবাদিক আমিনুল হক বাবুল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সাবেক উপজেলা কমান্ডার মিছির আলী মন্ডলসহ পৌর কর্মকর্তারা।
প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে পৌর সভার তৃতীয় তলায় জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। মুক্তিযুদ্ধে অবদান রাখা বঙ্গবন্ধুর বিভিন্ন কার্যকলাপসহ জেলার ৫ উপজেলার মুক্তিযোদ্ধারে নাম স্থান পায়। এছাড়া পৌর জাদুঘরের দেওয়ালে পাঁচবিবি ঐতিহ্যবাহী স্থানসুমহের ছবিগুলো স্থানগুলো শোভা পেয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment