আবদুল হান্নান, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলায় অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের আলোচিত ১ দালালকে গ্রেফতার করেছে ভোলা সদর থানা পুলিশ।
৯ মে (সোমবার) আলোচিত দালাল
মোঃ আঃ রহমানকে (৪৮) পুলিশ আটক করেন। গ্রেফতারকৃত আঃ রহমান বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে।
জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ পাসপোর্ট সংক্রান্ত প্রতারণা, দালালী, নাগরিক হয়রানী এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।
পুলিশ জানান,ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কনফেকশনারী দোকান ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম প্রতারণামূলক কাজের সাথে জড়িত ছিল সে।
পুলিশ আরো জানান,তার বিরুদ্ধে কোন ব্যক্তির প্রতারণা বা অন্য কোন অভিযোগ থাকলে ভোলা সদর থানায় অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করা হইল।
ভোলা জেলা পুলিশা সুপার জানাব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভবিষ্যতে উক্ত প্রতারক কিংবা একই ধরনের প্রতারণার সাথে জড়িত কোন প্রতারকের দ্বারা কেউ যেন পাসপোর্ট সংক্রান্ত বা অন্য কোন বিষয়ে লেনদেন করতে ভোলাবাসীকে সতর্ক থাকার অনুরোধ রইল।