পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে ৪ হাজার ৮৪৮ পিস ইয়াবাসহ আবদুল মান্নান (২২) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার রাত ১০ টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেড ইউ মডেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর জেড ইউ হাসপাতালের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশী করে র্যাব সদস্যরা। এসময় আবদুল মান্নান নামের এক যুবকের প্যান্টের পকেটে ২৫টি পলিজিপার প্যাকেটে রাখা অবস্থায় ৪ হাজার ৮৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লক্ষ ২৪ হাজার টাকা।
র্যাব -৭ এর অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আবদুল মান্নানকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান মান্নান দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনী ও আশপাশের জেলায় বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।