পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: বিএনপি, জামাতের নৈরাজ্যের প্রতিবাদে পরশুরাম উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফেনীর পরশুরামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মে) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি পরশুরাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক খায়রুল বশর মজুমদার তপন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ চৌধুরী প্রমূখ এছাড়াও ছাত্রলীগ-যুবলীগ শ্রমিক লীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা যুবলীগের সদস্য মোঃ স্বপন এর উপর হামলার প্রতিবাদ করেন। হামলার ঘটনায় জড়িত উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি তাজুল ইসলামকে (প্রকাশ তাজু কন্টাকন্টর) গ্রেপ্তারের দাবি জানান।