দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সারা দেশের সকল ভেটেরিনারিয়ান ও ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ‘দ্যা ভেট এক্সিকিউটিভ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের তিন শিক্ষার্থী।

বিজয়ী তিন শিক্ষার্থী হলেন দ্বিতীয় বর্ষের তাজকিয়া আকবর ঋতু, তৃতীয় বর্ষের খাদিজাতুল কুবরা তমা ও চতুর্থ বর্ষের তোফায়েল আহমেদ।

প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে- পোস্টার ডিজাইন, প্রেজেন্টেশন তৈরি এবং ভিডিও মেকিং এর উপর ভিত্তি করে আয়োজন করা হয়।

বিজয়ী চতুর্থ বর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, “বিগত বছরেও আমাদের বিভাগের তিনজন শিক্ষার্থী বিজয়ী হয়েছিলেন। বরাবরের ন্যায় এ বছরের প্রতিযোগিতায়ও আমাদের বিভাগের ৩জন বিজয়ী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত ভেটেরিনারিয়ানদের মধ্য থেকে মোট ১৫ জন বিজয়ী হয়েছেন, যেখানে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ’

এই শিক্ষার্থী বলেন, আমরা তিনজনই প্রায় একই বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি “চতুর্থ শিল্প বিপ্লবে ভেটেরিনারি পরিবার কীভাবে যুক্ত হয়ে তাল মিলিয়ে চলতে পারবে”। কোন কোন বিষয়ে আমাদের ঘাটতি রয়েছে, ঘাটতি কীভাবে পূরণ করা যায়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে কীভাবে প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানো যায়, মানুষ এবং পশুপাখি একে অপরের ক্ষতি বা হুমকির কারণ না হয়ে কীভাবে সহবস্থান করতে পারে ইত্যাদি বিষয়ে পোস্টার এবং ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, বিগত দুই বছরে দেশের যেকোনো ভেটেরিনারি সম্পর্কিত প্রতিযোগিতায় আমাদের বিভাগের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে। ২ বছর আগেও অনেকে বিশ্ববিদ্যালয়ের নাম জানতো না, ভেটেরিনারি বিভাগ আছে বললে আকাশ থেকে পরতো! সে বিভাগের শিক্ষার্থীদের এখন সর্বোচ্চ এক্টিভিটি।

প্রসঙ্গত, ‘দ্যা ভেট এক্সিকিউটিভ’ দেশ বিদেশের সকল ভেটেরিনারিয়ানদের নিয়ে গঠিত একটি সংগঠন, যারা ভেটেরিনারিয়ান এবং সাধারণ মানুষের মাঝে ভেটেরিনারি সম্পর্কিত সকল বিষয় নিয়ে সর্বাত্মক কাজ করে। বাংলাদেশে ‘বিশ্ব ভেটেরিনারি দিবস’ সর্বোচ্চ পর্যায় থেকে ‘দি ভেট এক্সিকিউটিভ’ উদযাপন করে আসছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version