তানভীর আহমেদঃ সিলেট রেঞ্জ’র অ্যাডিশনাল ডিইজি বিপ্লব বিজয় তালুকদার বলেন, কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়। আমাদের যুব সমাজ কে মাদক থেকে রক্ষা করতে হবে। তারা যেন কোনো ভাবেই মাদক সেবন না করে সেদিকে খেয়াল রাখতে হবে। শুক্রবার (৬ মে) বিকেল ৩টায় সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের আয়োজনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও তাদের মতদাতা ও সহযোগিতাকারীদের কোন ছাড় দেয়া হবে না। তরুন প্রজন্ম এখন ইয়াবা ট্যাবলেটে ঝুঁকে পড়ছে। আমাদের সন্তানরা যেন ভাল ভাবে বাঁচতে ও মাদক মুক্ত হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সাথে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর থাকবে। মাদক ব্যবসায়ীদের সাথে যদি কোন পুলিশ সদস্য জড়িত থাকে তাহলে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসআই নাজমুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর সার্কেল এএসপি মোঃ শহিদুর রহমান, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল লতিফ তরফদার, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বুরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, সাংবাদিক তানভীর আহমেদ, আবুল কাশেম, রাজন চন্দ্র, সদর ইউনিয়ন পরিষদের সদস জয় রায় প্রমুখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment