আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে বিল্ডিংয়ের ছাদ থেকে ১১ টি গাঁজার গাছ ও গাঁজাসহ স্বামী ও স্ত্রী দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক কারবারি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের বাসিন্দা হানিফ মোল্লা (৪৮)ও তার স্ত্রী রিক্তা বেগম (৪০)। নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে হানিফ মোল্লার বাড়িতে অভিযান চালাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদ থেকে গাছগুলো তুলে ফেলছিল। এসময় ছোট ছোট গাছগুলো নষ্ট করে দেয়। বড় ১১ টি গাছ আমরা উদ্ধার করি। তার স্ত্রী বাসার ভিতর থেকে ২শত গ্রাম গাজা সরিয়ে দেওয়ার সময় আমাদের হাতে আটক হয়। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, শুক্রবার দুপুরের অভিযান চালিয়ে বাসার ছাঁদ থেকে ১১ টি গাঁজার গাছ ও দুই শত গ্রাম গাঁজা সহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে