জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক,অটোরিকশা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহবুব আলম (৩৫) নামের এক লতি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের মালিদহ গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন-পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০),নিলতাপাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) মৃধনপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান,একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাট যাচ্ছিল। জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় ট্রাকের সঙ্গে পাঁচবিবিমুখী অটোরিকশা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধিন অবস্থায় মটরসাইকেল আরোহীর মাহবুবুর আলম মারা যান।