পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: পরশুরাম বাজারের স্ট্রেশন রোড (সিএনজি স্ট্রেশন সংলগ্ন) এলাকায় আগুনে পুড়ে মদিনা ফার্নিচার গ্যালারী, শখ এবং লাইফ স্টাইল নামের ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। বৃহস্পতিবার (৫ মে) ভোরে আগুন লাগায় দোকান থেকে কোন মালামাল সরাতে না পারায় সর্বশান্ত হয়ে গেছে দোকান মালিকরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন ফরহাদের শখ এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে ধারণা করা হচ্ছে ষঢ়যন্ত্র করে দুর্বিত্তরা আগুন লাগাতে পারে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, ঈদ উপলক্ষে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। বৃহস্পতিবার ফজরের আযানের সময় দোকানে আগুন লেগে তিনটি দোকানের ফার্নিচার, কাপড়, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত মদিনা ফার্নিচার গ্যালারীর স্বত্তাধিকারী ইবনে খালেদ নয়ন জানান, বৃহস্পতিবার(৫মে) সাড়ে চারটার দিকে মুঠোফোনে খবর পেয়ে দোকানের সামনে এসে দেখেন দোকানের ভিতর থাকা ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরশুরাম বাজারের অন্যতম জেন্টস দোকান লাইফ স্টাইলের স্বত্তাধিকারী মো. লোকমান হোসেন জানান, সাড়ে চারটার দিকে খবর পেয়ে বাজারে এসে দেখেন দোকানের ভিতর যা কিছু ছিল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগায় তিনি সর্বশান্ত হয়ে গেছেন। প্রত্যক্ষদর্শী আবুল বশর জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দোকানে আগুন দেখে বাজারে নৈশ প্রহরীরা চিৎকার শুরু করলে তিনিসহ আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment