বগুড়া প্রতিনিধিঃচায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান বগুড়া সদরের জলেশ্বরীতলার অভিজাত একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির সভাপতি ও চীনের বেইজিংয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত মোঃ রাসেল আহম্মেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও চীনে ব্যাচেলর অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত মোঃ রুবায়েত আফসান এবং তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. এফ.এম আমিনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চীনের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এসোসিয়েট প্রফেসর ড. আ.ব.ম মুনিবুর রহমান এবং সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ডায়াবেটিক এন্ড কমিউনিটি হাসপাতাল, কক্সবাজারে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরুল হুদা লিখন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন বিপ্লব, চীনে অধ্যয়নরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাকিব, চীনে ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থী জাকিউল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বিগত একবছরে সংগঠনের পক্ষ থেকে গৃহিত মানবিক ও ভালো কাজগুলো সত্যিই প্রশংসনীয় এবং বিগত দিনের ভূলত্রুটিগুলোকে শোধরিয়ে সংগঠন দূর্বার গতিতে চীনে অবস্থানরত বাংলাদেশি, কর্মরত, অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে। সেই সাথে আগামীদিনে চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির সাফল্য কামনা করেছেন এবং যে কোনো প্রয়োজনে সংগঠনের পাশে থাকবেন বলে আশ্বস্থ করেছেন।