জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃর্তক হত দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান হোসেন মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব প্রমুখ। উপজেলার প্রায় শতাধিক দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি বিতরন করা হয়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment